নগরীর লালখান বাজারস্থ শেখ রাসেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে আজ ১ জানুয়ারি (সোমবার) বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই ও স্কুল ড্রেস বিতরণ করা হয়।
শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম, মহিলা কাউন্সিলর আনজুমান আরা, শেখ রাসেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আফরোজা, পূর্ব টাইগারপাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেশমা আক্তার, নিউ টাইগারপাস প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাইদা আক্তার, চট্টগ্রাম মহানগর মৎস্যজীবি লীগের সহ-সভাপতি কাউসারুজ্জামান, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, তপন সিং, মনির হোসেন টিটু, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মাহম্মদুল হাসান, এমএস অলি প্রমুখ। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে নতুন বই ও স্কুল ড্রেস তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নতুন বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়। নতুন শ্রেণিতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনামূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই। এর মধ্যে এক ধরনের সার্বজনীনতাও রয়েছে। কেননা দরিদ্র পরিবারের সন্তানদের অনেকেরই নতুন বই কেনার সামর্থ্য থাকে না। তারা আগে পুরনো বই দিয়েই বছর পার করত। এখন সবার হাতেই নতুন বই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু-কিশোর শিক্ষার্থীরা বছরের প্রথমদিনে পাঠ্যপুস্তক উৎসবে শামিল হয়েছিল।