পরলোকে মঞ্জু ভক্ত

বোয়ালখালী উপজেলার শ্রীপুর কল্যাণ সংঘের সহ-সভাপতি টুটুল কান্তি ভক্তের মাতা মঞ্জু ভক্ত (৮২) গত ১৪ জানুয়ারি রাত ১টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত রোগে নিজ বাড়িতে পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। পরদিন দুপুরে শ্রীপুর গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, প্রয়াত মঞ্জু ভক্ত আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট চিকিৎসক প্রয়াত ডা. সুধীর রঞ্জন ভক্তের সহধর্মিনী। তাঁর মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম রাজা, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. নূরুল হুদা, শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, শ্রীপুর কল্যাণ সংঘের সভাপতি এস প্রকাশ পাল, সাধারণ সম্পাদক পলাশ বোস, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিথুন চৌধুরী (চন্দন), ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পলাশ মল্লিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.