মেডিকেলে চান্স পেলেন খাগরিয়ার আবরারুল

সাতকানিয়া

নিজস্ব প্রতিবেদক 

এবার ২০২৩-২৪ সেশনের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৯৫৮তম হয়ে শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজে ভর্তির চান্স পেয়েছেন মো: আবরারুল হক।

ভর্তি পরীক্ষায় ৭৪.৭৫ মার্ক পেয়ে ‌তিনি মোট ২৭৩.১ স্কোর অর্জন করেছেন।

তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে। তিনি খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাস করেন। গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হন।

বান্দরবানের বেতছড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ইউছুপের এ সন্তান ডাক্তারি পড়ালেখা শেষ করে একজন মানবিক ডাক্তার হিসেবে নিজেকে দেশ ও দশের সেবায় নিয়োজিত রাখতে চান।

আবরার জানান, ছোটবেলা থেকে প্রবল ইচ্ছা ছিল মেডিকেলের ডাক্তার হওয়ার। আল্লাহর অশেষ রহমত এবং বাবা-মায়ের দোয়ায় এতদূর আসতে পেরেছি। ভবিষ্যতে ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে চাই।

মন্তব্য করুন

Your email address will not be published.