আ. লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য হলেন বিধান রক্ষিত

আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান বিধান রক্ষিত।

গত ৮ জুন বঙ্গবন্ধু এভিনিউয়ে আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এমপি স্বাক্ষরিত আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।

বিধান রক্ষিত আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০১৮ সালের প্রচার উপ-কমিটির সদস্য, যুবলীগ ৬ষ্ঠ জাতীয় কংগ্রেস ২০১২ শৃঙ্খলা উপ-কমিটি, ২০১৬ সালের আ.লীগের জাতীয় সম্মেলনে প্রচার উপ-কমিটির সদস্যসহ উপজেলা ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত পীযুষ কুমার রক্ষিত ও সন্ধ্যা রানী রক্ষিতের সন্তান বিধান রক্ষিত বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ার রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত পীযুষ কুমার রক্ষিত (গেজেট নং-৩৮৬৪) ছিলেন দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা পীযুষ রক্ষিত ১৯৭৫ সালের ৪ জুন ‘চট্টগ্রাম ষড়যন্ত্র মামলায়’ ১নং আসামী হিসেবে দীর্ঘ ৫ বছর কারাভোগ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.