বান্দরবানে ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

বান্দরবানের রোয়াংছড়িতে ৪নং নোয়াপতং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাঘমারা পূর্ব পাড়ায় উসাইমে মারমা (২০) নামে একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সাড়ে ৩টার দিকে বাঘমারা পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। তিনি উক্ত এলাকার পুশৈচিং মারমার বড় মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকে ঘরে কেউ ছিল না। মেয়েটির মা ও বাবা কাজে চলে গেলে নিজ ঘরে চালের খুঁটির সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে প্রতিবেশীরা ওই ঘরে গেলে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এবং সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধি ৬নং ওয়ার্ড মেম্বার মিচিং মারমাকে খবর দেন। তিনি খবর পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করতে ঘটনাস্থলে আসে।

রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ গেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.