রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো দুই বসতঘর

রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে দুটি বসতঘর।

শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব সরফভাটা কাজীরখীল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নবাব মিয়া ও সোনা মিয়ার সেমিপাকা বসতঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা করেন। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.