সাতকানিয়ার ১৪নং পুরানগড় ইউনিয়নে বিএনপি’র বিশাল কর্মী সমাবেশ

 

 

নিজস্ব প্রতিবেদক 

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এবং তৃণমূল পর্যায়ে দলকে আরো সুসংগঠিত করতে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৪নং পুরানগড় ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে পুরনগড় শাহ্ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে ২০ অক্টোবর, রবিবার বিকেল তিনটায় এক বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এই সমাবেশে পুরনগড় ইউনিয়ন বিএনপির নেতা আলহাজ্ব বখতিয়ার হোসেন এর সভাপতিত্বে যুবদল নেতা মোহাম্মদ ইসমাইল উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন।

 

তিনি বলেন আগামীতে বাংলাদেশের সাধারণ আমজনতার ভোটের মাধ্যমে বিএনপির নেতৃত্বে জনগণের সরকার গঠন করবে, তিনি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাড়াতে আহবান করেন।
বিএনপি’তে কোন মাদক গডফাদারের জায়গা হবে না, যেসব দুষ্কৃতকারী মাদক কারবারিরা রাজনৈতিক দলকে আত্মা রক্ষার ঢাল হিসাবে ব্যবহার করতে চাই, আপনারা ঐসব সন্ত্রাসীদের প্রতিহত করুণ।

মন্তব্য করুন

Your email address will not be published.