বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলের সকল স্তরের নেতা–কর্মীকে আন্তরিক ভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি,দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়ন ১,২,৩,৪ নং ওয়ার্ডের আয়োজনে বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো তুলে ধরেন।
তিনি বলেন, বিএনপি ঐক্যের রাজনীতি করতে চাই।বিএনপিতে কোন চাঁদাবাজ ও টেন্ডারবাজদের কোন স্থান নেই।ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব বাংলাদেশ থেকে প্রতিহত করতে হবে। এর জন্য দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করে রাষ্ট্র সংষ্কার করতে সবাইকে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে বিএনপিকে দমন করতে বারবার মরিয়া হয়ে কাজ করছে। মামলা,হামলা দিয়ে বিএনপি’র নেতাকর্মীদের বিরুদ্ধে দমন করতে ও মরিয়া ছিল স্বৈরাচারী সরকার। দেশে সন্ত্রাস, দুর্নীতি, খুন, ঘুম আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে আওয়ামী লীগের ১৬বছরের শাসনামলে। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাসী। সকল নেতাকর্মীদের রাগ অভিমান ভুলে একে অন্যের কাদেঁ কাদ মিলিয়ে দলের স্বার্থে কাজ করার জন্য সকলকে অনুরোধ জানান।
পদুয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য, সাতকানিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক জামাল হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবু তাহের। চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন, ভার্জিনিয়া বিএনপির সহ-সভাপতি খালেদ চৌধুরী,পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবারক হোসেন বাবু, সাতকানিয়া উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার, সাতকানিয়া পৌরসভা বিএনপি’র সদস্য সচিব আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ রফিক উদ্দিন সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।