ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে শিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সাংগঠনিক শাখা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে তারা র‍্যালি ও সমাবেশের আয়োজন করে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে পটিয়ার ইন্দ্রপুল এলাকা থেকে র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাহাত আলী স্কুল মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ছাত্র শিবির চট্টগ্রাম জেলা পশ্চিম সাংগঠনিক শাখার সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফরমানুর রহমান জিহান, বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ, অফিস সম্পাদক সারতাজ আরেফিন, পটিয়া শহর শিবিরের সাবেক সভাপতি গাজী আবুল কালাম, আশিকুল মোস্তফা তাইফু প্রমুখ উপস্থিত ছিলেন।

ছাত্র শিবির নেতৃবৃন্দ বলেন, শিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরী করার জন্য কাজ করে যাচ্ছে। বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার আমাদের মিছিল সমাবেশের নূন্যতম অধিকারটুকুও কেড়ে নিয়েছিলো। অতিদ্রুত প্রশাসন থেকে ফ্যাসিবাদের ভূত তাড়াতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহবান জানান ছাত্রশিবির নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.