সাতকানিয়ায় নির্যাতিত নেতা কর্মীদের সম্মানে সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

 

সৈয়দ আককাস উদদীন সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

 

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চমদর পাড়ায় সাবেক সাংসদ আলহাজ শাহজাহান চৌধুরীর প্রতিষ্ঠিত মাদ্রাসা ময়দানে আওয়ামীলীগ সরকারের নির্যাতনের শিকার হওয়া নেতা কর্মীদের সম্মানে আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৬ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও সাতকানিয়া পৌরসভা শাখা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিনের সঞ্চালনায় এ সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান,বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য জাফর সাদেক,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক,চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামীর নায়েবে আমির প্রকৌশলী নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি নুরুল আমিন, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী,সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, সাতকানিয়া থানার অফিসার ইঞ্চার্জ (ওসি) মোস্তফা কামাল খান,বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার এসিস্টেন্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া,বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল হোছাইন,বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ ও ডাক্তার আব্দুল জলিল,বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী,বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন,বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়ার উপজেলার সাবেক আমীর ডাক্তার নুরুল হক,বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলার সাবেক আমীর মাওলানা ইদ্রিছ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি আসাদুল্লাহ আসিফ আরমান,বাংলাদেশ জামায়াত ইসলামী সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক, বাংলাদেশ জামায়াত ইসলামী লোহাগাড়া উপজেলা সেক্রেটারি আবুল কালাম, বাংলাদেশ জামায়াত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ম পরিষদ সদস্য ওয়াজেদ আলী প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.