পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়ায় অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর উদ্বোধন হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) পাইকপাড়া ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আহমদিয়া ছায়েরীয়া পৌর জামে মসজিদ সংলগ্ন মাঠে এই অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক
মোক্তার আহমদের সভাপতিত্বে
২য় বারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের উদ্ধোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এস.এম. হারুন উর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ লোকমান, প্রধান বক্তা আহমদিয়া ছায়েরীয়া পৌর জামে মসজিদ প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলাম,আসিফুর রহমান দৌলতী,
মোহাম্মদ পারভেজ।
এসময় বক্তারা বলেন,
সুস্বাস্থ্যের উত্তম মাধ্যম হল খেলাধুলা।
খেলাধুলা মনকে প্রফুল্ল করে। মাদকসহ যাবতীয় অসামাজিক কার্যকলাপ থেকে যুব সমাজকে দূরে রাখে।
সুস্থ বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে মানুষের জীবনে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। আজকের এই ফুটবল টুর্নামেন্টে উপস্থিত সর্বস্তরের মানুষকে নিঃসন্দেহে আনন্দ দেবে, অনুপ্রাণিত করবে।