সাতকানিয়া প্রতিনিধি |
সাতকানিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। ২৯ এপ্রিল (মঙ্গলবার) দিবাগত রাতে উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার একটি টিনশেড বসতঘরের ভিতর হতে উক্ত কার্তুজগুলো উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ২ টার সময় উপজেলার ৪নং কাঞ্চনা ইউপির ১নং ওয়ার্ডের জাফর চৌধুরী পাড়ার বাসিন্দা ও থানার পলাতক আসামি মিনহাজের বাড়িতে থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে টিনশেড বসতঘরের ভিতর হতে ৩ রাউন্ড র্শটগানের তাজা কার্তুজ উদ্ধার করে।
তাছাড়া থানা পুলিশের এসআই মোঃ বেলাল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিশ্বহাট বাজারের উত্তর পার্শ্বে ইশ্বরের টেক নামক স্থানে রাস্তার উপর অভিযান চালিয়ে ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম আবদুর রহমন (৫৫)। সে উপজেলার ছদাহা ইউনিয়নের সাতঘড়িয়া পাড়ার তাজুর বাপের বাড়ীর মৃত আবদুর রশিদের ছেলে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুল ইসলাম পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে র্শটগানের তাজা কার্তুজ ও ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাতক আসামি মিনহাজের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে ও গ্রেফতারকৃর মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় দায়ের করা হয়েছে।