লোহাগাড়া থানা থেকে লুট হওয়া ১৭ শেলসহ গ্যাসগান উদ্ধার

সিভয়েস২৪

চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি টিআর মডেলের গ্যাস গান ও ১৭টি কাঁদানে গ্যাসের শেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কলাউজানের তেলিপাড়া গ্রামে নাজির হোসেনের বাড়ি সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী নাজির হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চট্টগ্রাম নগরে বসবাস করে আসছি। সেখানে অটোরিকশা (সিএনজি) চালিয়ে জীবিকা নির্বাহ করি। সম্প্রতি গ্রামের বাড়িতে সেমিপাকা বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নিই। সে অনুযায়ী শ্রমিকরা গর্ত খুড়তে গেলে বন্দুক ও কাঁদানে গ্যাসের শেল দেখতে পেয়ে আমাকে জানায়। সঙ্গে সঙ্গে বিষয়টা থানায় জানালে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে বন্দুক ও কাদানে গ্যাসের শেলগুলো উদ্ধার করে নিয়ে যায়।’

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া টিআর মডেলের গ্যাস গান ও ১৭টি কাঁদানে গ্যাসের শেল কলাউজান তেলিপাড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

‘ধারণা করা হচ্ছে এগুলো থানা থেকে লুণ্ঠিত গ্যাস গান ও শেল। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে’— বলেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.