কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে ভারতের সন্ত্রাসবিরোধী অভিজানে পূর্ণ সমর্থন জানালেন প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন এবং পাহালগামে সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পুতিন ভারতের সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে হামলার সাথে জড়িত অপরাধীদের এবং তাদের মদতদাতাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা উচিত।
পাহালগাম হামলার পর মোদির সঙ্গে কথা বলা নেতাদের মধ্যে পুতিনই সর্বশেষ, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও মোদির সঙ্গে কথা বলেছেন।
“উভয় নেতা ভারত ও রাশিয়ার ‘বিশেষ এবং বিশেষাধিকারপ্রাপ্ত কৌশলগত অংশীদারত্ব’ আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী মোদি ভিক্টরি ডে’র ৮০তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পুতিনকে শুভেচ্ছা জানান এবং চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিতব্য বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান,” বিবৃতিতে আরও বলা হয়েছে।