হাবিলাসদ্বীপ স্কুলের ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী ১০ জুন

 

 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী
হাবিলাসদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পুনর্মিলনী ১০ জুন অনুষ্ঠিত হবে।

 

গত ০১ মে পুনর্মিলনী উদযাপন পরিষদের এক প্রস্তুতি সভা স্কুল মিলনায়তনে আহবায়ক আয়কর আইনজীবী অরবিন্দু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক এ,এস,এম মহিউদ্দিন, সদস্য সচিব মাস্টার মোহাম্মদ সেলিম, কে,এম,শাহজাহান, ইদ্রিস খান কফিল, অধ্যাপক বিশ্বজিৎ বিশ্বাস, তিমির ধর, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ইলিয়াস, মোঃ আবদুর রশিদ চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোঃ আলী আব্বাস চৌধুরী, মোঃ আবুল কাশেম, মোঃ ইস্কান্দার চৌধুরী, কামাল উদ্দিন, মোঃ ইউসুফ, মোঃ দিদারুল ইসলাম, মোহাম্মদ মুছা, দোলন দত্ত,ও মোঃ মাহবুবুল আলম সওদাগর প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে আাগামী ১০ জুন স্কুল মাঠে ৯২’ ব্যাচের পুনর্মিলনী
অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। দিনভর বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে পুনর্মিলনী
উদযাপন এবং অনুষ্ঠানকে সফল ও সার্থক করার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.