সাতকানিয়া প্রতিনিধি :
উপজেলার কেঁওচিয়া এফ রহমান সড়ক অকেজো অবস্থা হওয়ার কারণে দীর্ঘ দিন থেকে টেকসই সংস্কার কাজ করার জন্য স্থানীয়রা আন্দোলন করে আসছে আর এতেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসছে না। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকারের অনেক নেতারা বিভিন্ন সভাসমাবেশে এই রাস্তাটি করবেন বলে বক্তব্যে বললে ও মাইকের কথা মাইকে থেকে গেছে রাস্তাটি এখনো ঠিক আগের মত রয়ে গেল। স্বাধীনতার এতবছর পরও কেঁওচিয়ার ১,২,৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই রাস্তা দিয়ে স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষের চলাচল রয়েছে। স্থানীয়রা বলেন, রাস্তাটি এমনি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে কোনো মূর্মর্ষ রোগী এবং ডেলিভারি রোগীসহ হাসপাতালে নিতে কষ্ঠের সীমা থাকেনা।
অনেক জনগনের মতে নিজেক ছিটমহলবাসীন্দা বলে দাবী করে এই ভাঙ্গা রাস্তাটির কারণে দুর্ভোর্গে পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃনজরুল ইসলাম বলেন,আসলে আমি নতুন এই বিষয়ে জানিনা তবে আপনি যখন বলেছেন সেটা আমি অবশ্যই দেখবো।