নির্বাচন নিয়ে তালবাহানা করছে সরকার: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক, একাত্তর

সরকার নির্বাচন নিয়ে তালবাহানা শুরু করেছে। কাউকে কাউকে সুবিধা দেবার জন্য তারা এই কর্মকাণ্ড করছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

রোববার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

৯ মাসের পরীক্ষায় এই সরকার উত্তীর্ণ হতে পারেনি বলেও দাবি করেন জয়নুল আবদিন ফারুক বলেন, অভ্যুত্থানের অর্জন ম্লান করে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

সময় মতো নির্বাচন না দিলে, ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। তখন বিএনপিকে কেউ আটকাতে পারবে না বলেও হুঁশিয়ার দেন তিনি

মন্তব্য করুন

Your email address will not be published.