সাতকানিয়া: সুখী ও পরিকল্পিত পরিবার গঠনে নিরলস কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা বিভাগ

ঈদের ছুটিতেও ব্যস্ত ছিলো সেবা প্রদানে

 

সাতকানিয়া প্রতিনিধি

সুখী ও পরিকল্পিত পরিবার গঠনে সাতকানিয়া পরিবার পরিকল্পনা বিভাগ মাঠ পর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সাতকানিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সমূহে ঈদুল আযহার ছুটি কালীন সময়েও প্রসব পূর্ব,প্রসব পরবর্তী,মা ও শিশু স্বাস্থ্য সেবা সহ পরিবার পরিকল্পনার বিভিন্ন সেবা প্রদান অব্যাহত ছিল।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. রীতা পাল জানান- গত ৫ই জুন থেকে ১৩ই জুন পর্যন্ত সময়ে উল্লিখিত কেন্দ্র সমূহে মোট দুই জন গর্ভবতীকে স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়।
এছাড়াও ANC-24,PNC-6,শিশু সেবা-৩০,কিশোর
কিশোরী সেবা-৩৮,IUD-02,খাবার বড়ি-৪,কনডম-৬,ডিপো-১৮,সাধারন রোগী-৬১ জনকে সেবা প্রদান করা হয়।

এদিকে এই সেবা সম্পর্কে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করে প্রতিবেদককে জানিয়েছেন, ঈদের ছুটিতে সবাই যখন বাড়িঘরে ঈদ উদযাপন নিয়ে ব্যস্ত ঠিক তখনও সাতকানিয়ার পরিবার ও পরিকল্পনা বিভাগ কিন্তু আমাদের সেবায় নিয়োজিত।

 

মন্তব্য করুন

Your email address will not be published.