সাতকানিয়ায়-কবর থেকে ওঠেই নামজারী খতিয়ান! ভয়াবহ জালিয়াতি- কারাগারে গেলেন ৫জন

উপজেলার সোনাকানিয়া এই ঘটনা ঘটে

সাতকানিয়া প্রতিনিধি 

সাতকানিয়ায়-কবর থেকেই ওঠেই নামজারী খতিয়ান!নেপথ্যে ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে ভয়াবহ জালিয়াতির অভিযোগ ওঠেছে।

আজ সোমবার(১৬ই জুন) সকালে জালিয়াতি ও প্রতারণার অভিযোগের ভিত্তিতে আদালত চট্টগ্রাম জেলা ডিবি  পুলিশের  প্রদান করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ৫জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেন।

গ্রেফতারকৃতরা  চট্টগ্রামের সাতকানিয়ার  সোনাকানিয়ার মাস্টার নাজিমুল ইসলাম, আমিনুল ইসলাম,নাইমুল ইসলাম আবু,আতাউর রহমান ছাদেক, আবিদুর রহমান ছমির।

 

এদিকে ঘটনার সত্যতার খোঁজে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গারাঙ্গিয়া এলাকায় গেলে ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা প্রবীণ মুরব্বি মৃত হাজি আনু মিয়া চৌধুরীর ছেলে মনোয়ার হোসাইন এই তথ্য জানান।

এবং তিনি এই বিষয়ে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু মৃত আহমেদুর রহমান চৌধুরীর ছেলে আমিনুল ইসলাম ও নঈমুল ইসলাম,নাজিমুল ইসলামসহ হাতিয়ারকুল এলাকার মোট ৯জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন।

 

মামলার এজাহার ও বাদীর বক্তব্য অনুযায়ী দেখা যায়, আসামীগনের পূর্ববর্তী আহমেদুর রহমান চৌধুরীর দায়ের কৃত বিভিন্ন সময়, একাধিক দেওয়ানী মামলা তৎমধ্যে – ১নং আসামির দায়েরকৃত মামলা অপর ৫২/৯৮ ও অপর আপীল নং ২/২০০৪ মামলার রায় অত্র ফৌজদারি মামলার বাদী(মনোয়ার হোসাইন চৌধুরী) পক্ষে আসলে তা গোপন ও উপেক্ষা করে ১-৩নং আসামির বোন ২০১৮সালে মৃত্যু বরণ করলেও তা জালিয়াতির মাধ্যমে গোপন করে মৃত্যুর ৬বছর পর জীবিত দেখিয়ে ২৪/১১/২০২৩তারিখে একটি ফেরবী নামজারী খতিয়ান সৃজন করেন।
উক্ত খতিয়ানটি বাতিল হবে জেনে ১ ও ২ নং আসামি আর একটি মোট ২ টি খতিয়ান সৃজন করেন।

পরবর্তীতে ১-৬নং আসামীগন ও ৮-৯নং আসামির যোগসাজশে বাদীর দখলিয় সম্পত্তিতে ঘেরা বেড়া দেয়ার চেষ্টা চালান।

এবং তর্কিত ও জালজালিয়াতির মাধ্যমে সৃষ্ট খতিয়ানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক পর্যায়ে বাদীর দখলীয় জায়গা দখল করতে চায়,পরে তাদেরকে বাধা প্রদান করলে বাদীকে মেরে ফেলার হুমকি প্রদান করেন।

এদিকে ভুক্তভোগী ফৌজদারি মামলার বাদী মৃত হাজি আনু মিয়া চৌধুরীর পুত্র বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসাইন চৌধুরী (৭৩) বলেন, আমি তাদের(আসামি) বিরুদ্ধে ফৌজদারি মামলার পাশাপাশি তর্কিত ও ফেরবী নামজারী খতিয়ানটা বাতিলের জন্য সাতকানিয়া উপজেলা সহকারী ভূমি অফিসে ২টি মিস মামলা রুজু করেছি-যাহার তারিখ ১২/৯/২০২৩ এবং ২৮/০৮/২০২৪ ইতিমধ্যে ফেরবী, বেওয়ারিশ খতিয়ান গুলো বাতিলের প্রক্রিয়া শুরু করছে কর্তৃপক্ষ,এবং উপজেলা ভূমি সহকারি মহোদয় নিজেই স্থানটি পরিদর্শন করেছেন।

এদিকে সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো:আবুল কাশেম বলেন, খতিয়ান গুলো সত্যতা পাওয়া গেছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার প্রক্রিয়া চলতেছে,স্পটে আমাদের এসিল্যান্ড স্যার নিজেই গেছেন।

স্যার ইতিমধ্যে বিষয়টা নিয়ে আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেছেন।

এদিকে বাদী আরো বলেন আমার দায়ের করা সিআর ৬৯৪/২০২৪ মামলাটি মাননীয় আদালত চট্টগ্রাম জেলা ডিবি পুলিশকে তদন্তের ভার প্রদান করলে, জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক টিটু দত্ত গত ৩০/৪/২০২৫ তারিখে প্রতিবেদন দাখিল করলে মাননীয় আদালত উপরোক্ত ব্যক্তিগুলোর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।

সেই গ্রেফতারী পরোয়ানামূলে আদালতে আসামীরা সারেন্ডার করতে গেলে উভয় পক্ষের শুনানি শেষে ৫জনকে কারাগারে প্রেরণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.