ধারের টাকা না পেয়ে বিনা চিকিৎসায় পিতার মৃত্যু, পুত্রের সংবাদ সম্মেলন

 

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় রিতন ধর নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা না পেয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন ব্যবসায়ী অমূল্য রতন ধর। এবার সেই অমূল্য রতন ধরের পুত্র গোবিন্দ ধর পিতার পাওয়া টাকা আদায় করতে না পেরে স্বর্ণ ব্যবসায়ী রিতন ধরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার (২১ জুন) সন্ধ্যা ৭ টায় সাতকানিয়া পৌরসভার একটি রেস্টুরেন্টে মৃত অমূল্য রতন ধরের পুত্র গোবিন্দ ধর এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় গোবিন্দ ধর লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, আমার বাবা মৃত অমূল্য রতন ধর সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রামপুর বণিক পাড়ায় ব্যবসা করে জীবিকা নির্বাহ করত। তিনি বেঁচে থাকা অবস্থায় তার ব্যবসার আয় হতে কিছু টাকা সঞ্চয় করে রাখেন। একপর্যায়ে আজমীর জুয়েলার্সের মালিক রিতন ধর আমার বাবাকে লভ্যাংশের লোভ দেখিয়ে ৭ লক্ষ টাকা ধার নেন। পরবর্তীতে আমার পিতা মৃত অমূল্য রতন ধর কঠিন ও জঠিল রোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য রিতন ধরের কাছে পাওনা টাকা ফেরত চাইলে তিনি দেননি। একপর্যায়ে টাকার অভাবে আমার বাবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, আমার বাবা মৃত্যের পূর্বে স্বাক্ষীগনের উপস্থিতিতে রিতন ধরের কাছ থেকে পাওনা টাকার বিষয়ে আমাকে লিখিত অনুমতিপত্র প্রদান করেন। এরপর আমি ও আমার বোন তার সাথে একাধিকবার যোগাযোগ করেও সে টাকা তিনি এখনো পর্যন্ত ফেরত দেননি। তিনি এখন উল্টো আমাদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করছেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী রিতন ধরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.