উচ্ছেদ অভিযান বাঁধা প্রদান, নিজে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা
বনের জমি দখল করে রাতের আঁধারে ঘর নির্মাণ
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধ ভাবে গড়ে উঠা ঘর নির্মাণে বন বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানে গেলে বাঁধা প্রধান করার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগ সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভিলেজার পাড়া মুসলিমাবাদ এলাকায় রাতের আঁধারে অবৈধ ভাবে বনের জায়গায় নতুন ঘর নির্মাণ করে স্থানীয় জামাল উদ্দিনের স্ত্রী নাছিমা আক্তার। তাকে বন বিভাগের পক্ষ থেকে ঘর নির্মাণ না করার জন্য বেশ কয়েকবার বলা হলেও সে বন বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুনরায় ঘর নির্মাণ করে।
শনিবার (২১ জুন) সকালে বন বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গেলে বন বিভাগের লোকজনকে ১৫-২০ জন মহিলা দিয়ে হুমকি-ধমকি ও নাজেহাল করার চেষ্টা করে, পরবর্তীতে অবৈধ ঘর নির্মাণ কারী নাছিমা আক্তার নিজে নিজে বিষ পান করে উল্টো
বন বিভাগে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অবৈধ ভাবে ঘর নির্মাণকারী নাছিমা আক্তারের স্বামী জামাল উদ্দিন ও তার ভাই মোক্তার হোসাইন বলেন, ২০-৩০ বছর যাবৎ আমার বোনের ঘর ছিল এই জায়গায়। গত ২-৩ বছর পূর্বে হাতির অত্যাচারে আমরা চট্টগ্রাম শহরে চলে যায়। ইতিপূর্বে আমরা শহর থেকে এসে ঘর তৈরি করতে গেলে বন বিভাগ আমাদের বাঁধা প্রদান করে। পরবর্তীতে ৫০ হাজার টাকার চুক্তির ভিত্তিতে বন বিট কর্মকর্তাকে ২০ হাজার টাকা প্রদান করি। বাকী ৩০ হাজার টাকা দিতে দেরি হওয়ায় তারা আমাদের ঘর উচ্ছেদ করতে এসে নাছিমা আক্তারকে মারধর করে। এই অপমান সহ্য করতে না পেরে সে নিজে বিষ পান করে বলে তারা জানান।
এ ব্যাপারে জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, সংরক্ষিত বনভূমির ওপর অবৈধভাবে ঘর নির্মাণ করে নাছিমা আক্তার, বিষয়টি জানতে পেরে আমরা একে ৩ বার উচ্ছেদ অভিযানে গেলে বিভিন্ন মহিলা লেলিয়ে দিয়ে আমাদের কাজে বাঁধা প্রদান করে।
আজ সকালে পুনরায় উচ্ছেদ অভিযানে গেলে বাঁধা প্রদান করে, নিজে বিষ পান করে আত্মহত্যা চেষ্টার নাটক সাজিয়ে উল্টো বন বিভাগকে ফাঁসানোর চেষ্টা করছে।
এবং বিট কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপবাদ রটাচ্ছে। যাই করবে করুক এই ঘর গুলো উচ্ছেদ করা হবে এবং সরকারী কাজে বাঁধা প্রদান করায় বন আইনে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।