দুই কোটি রুপি অনুদান দিলেন অমিতাভ!
ভারতে করোনাভাইরাসের প্রকোপ ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য বেড ও অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। এই অবস্থায় অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।
করোনা মহামারি মোকাবিলায় ২ কোটি রুপি অর্থ সহায়তা দিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। দিল্লির গুরু তেগ বাহাদুর কোভিড সেন্টারে এই অর্থ সহায়তা করেছেন তিনি। বলিউড হাঙ্গামা এ খবর প্রকাশ করেছে।
দিল্লির শিখ গুরুদ্বার কমিটির সভাপতি মনজিন্দার সিং বলেন, অমিতাভ জির (অমিতাভ বচ্চন) দেওয়া অর্থ দিয়ে ৩০০ বিছানা তৈরি করা হবে। সোমবার থেকে এর কাজ শুরু হয়েছে। তা ছাড়া বিদেশ থেকে অক্সিজেন সিলিন্ডার ক্রয়ের ক্ষেত্রে এই অর্থ ব্যয় করা হবে। বর্তমানে অমিতাভের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’, ইমরান হাশমির সঙ্গে ‘চেহরে’, অজয় দেবগনের ‘মে ডে’ এবং স্পোর্টস-ড্রামা ঘরানার ‘ঝুন্ড’ সিনেমায় দেখা যাবে তাকে।