সাইফুল ইসলাম ঝিনাদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে বজ্রঘাতে শেফালী বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শেফালী উপজেলার কুশনা গ্রামের নজির আহম্মেদের স্ত্রী।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ওই গ্রামের ফলসের মাঠে বিচুলি শুকাতে গেলে এ ঘটনা ঘটে। এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেছেন।
তিনি চট্টগ্রাম সংবাদ কে জানান, মঙ্গলবার বিকালে বাড়ির আঙিনায় মাঠে কাজ করছিল। সে সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে মৃত্যু হয় এবং বজ্রঘাতে শরীর ঝলছে গেছে। এদিকে, এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।