বরিশাল জেলার গৌরনদী উপজেলার পৌর ঈদগাহ মাঠে রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার সময় ইসলামিক যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বক্তব্যকালে শায়েখ চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন,
“আজকে আওয়ামী লীগের কাজগুলো বিএনপি করছে। আওয়ামী লীগ যে ধরনের বক্তব্য দিত, ঠিক একই বক্তব্য এখন বিএনপি দিচ্ছে। দুই দলের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। আমি আগেই বলেছিলাম, নৌকা আর ধানের শীষ দুই সাপের একই বিষ। ক্ষমতায় আসার আগেই বিএনপি চাঁদাবাজি, মারামারি, খুনাখুনিতে লিপ্ত হয়েছে। এমনকি এক ঘটনায়, এক মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায়, মেয়ের সামনেই বাবাকে হত্যা করা হয়েছে।”
সমাবেশ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ রাসেল সরদার মেহেদীকে পরিচয় করিয়ে দেন তিনি।