জামায়াতের শর্ত ও দাবি নিশ্চিত না করলে নির্বাচন হবে না : আযাদ

অনলাইন ডেস্ক কালের কন্ঠ

নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী যে শর্ত ও দাবিগুলো দিয়েছে, সেগুলো নিশ্চিত না করলে দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো নিশ্চিত করেই নির্বাচনে যেতে হবে সরকারকে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবে।

অন্যথায় নির্বাচন হবে না।’

সাবেক এ সংসদ সদস্য আরো বলেন, ‘জনগণ চাইলে পিআর পদ্ধতিতে সরকারকে যেতেই হবে। সময়ই উত্তর দেবে। এ জন্য আমরা জনমত গঠন করব।

মন্তব্য করুন

Your email address will not be published.