পটিয়ায় প্রধান শিক্ষক শ্যামল দে’র উপর হামলা 

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের পটিয়ায় হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে’র উপর হামলা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার পথে পটিয়া পৌর সদরের বিওসি রোড এলাকায় তার উপর হামলার এই ঘটনা ঘটে। এতে তিনি শারীরিকভাবে আহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে  তার উপর হামলায় নিন্দার ঝড় উঠে।

ঘটনার পর আহত শ্যামল দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হামলাকারীদের শাস্তির দাবি জানান। তিনি জানান, কিছু ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং মব তৈরি করে হামলার পরিকল্পনা করেছিল। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে  জানিয়েও ছিলেন।

জানা গেছে, গত ৫ আগস্ট স্থানীয় কিছু ব্যক্তি প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগ দাবি করে প্রতিবাদ সভা, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন। এছাড়া গত ১০ আগস্ট  স্কুলের একটি এডহক কমিটিও অনুমোদিত হয়।

সকালে শিক্ষক শ্যামল দে পটিয়ার ডাকবাংলো থেকে গাড়িতে উঠে স্কুলের দিকে যাচ্ছিলেন। বিওসি রোড হয়ে কিছুদূর যাওয়ার পর কয়েকজন যুবক তাকে এলোপাথাড়ি কিল ও ঘুষ মেরে লাঞ্ছিত করেন।

স্থানীয় অভিভাবক  ও আহত শিক্ষক শ্যামল দে হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান,

প্রধান শিক্ষকের ওপর হামলার বিষয়টি আমি অবগত হয়েছি। ইতোমধ্যে পুলিশ ও সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। এর আগেও ভুক্তভোগী সাধারণ ডায়েরি করেছিলেন। সেই জিডির প্রেক্ষিতেই নিয়মিত মামলা হবে। হামলাকারীদের সনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করে যাচ্ছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.