পটিয়া পৌরসভায় ২য় দিনের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

আ ন ম সেলিম, পটিয়া(চট্টগ্রাম) :

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় ২য় দিনের অভিযানে অবৈধ দোকান, হকার ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পটিয়া পৌরসভার বিভিন্ন স্থানে

এই অভিযান চালানো হয়।

দীর্ঘদিন ধরে কিচেন মার্কেটের সামনে,ক্লাব রোড,ছবুর রোড,থানার মোড়, রাহাত আলী স্কুলের সামনে অনুমোদন বহির্ভূত দোকান ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল এক শ্রেণীর মুনাফা লোভী ব্যবসায়ী।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ১৭ প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভার সহকারি প্রকৌশলী মিজানুর রহমান খন্দকার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান জানান,

সড়কের পাশে অনুমোদন ব্যতীত দোকানপাট ও ফুটপাতে হকার থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানের লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান করা হয়েছে। এ কার্যক্রম নিয়মিত চলবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.