পটিয়ায় ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ 

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম) :

চট্টগ্রামের পটিয়ায় ইসলামী ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ব্যাংকের কর্মকর্তা ও স্থানীয় বিক্ষোব্ধ জনতা।

জানা যায়,রবিবার সকাল সাড়ে নয়টার দিকে পটিয়া ইসলামী ব্যাংক শাখার কর্মকর্তারা নিয়মিত কার্যদিবসে উপস্থিত হয়ে জানতে পারেন ইসলামী ব্যাংকের পুন: নিরক্ষণ পরীক্ষায় অংশগ্রহণ না করাসহ বিভিন্ন ইস্যু নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষ পটিয়া শাখার সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এসময় গ্রাহকরা লেনদেন করতে না পারায় বিপাকে পড়ে। উপস্থিত কর্মকর্তারা ক্ষুব্ধ গ্রাহক ও স্থানীয় কিছু সাধারণ জনতাকে সঙ্গে নিয়ে ব্যাংকের ভেতরে প্রতিবাদ করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পরবর্তীতে লেনদেন করতে না পারা

গ্রাহক বৃদ্ধি পায়। এসময় ব্যাংকের সামনে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ও ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে ব্যাংক কর্মকর্তাদের একটি অংশ প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

প্রায় ৩ ঘণ্টা ধরে পরিস্থিতি শান্ত করার চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশ শেষ পর্যন্ত লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অন্তত দুইজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ক্ষুব্ধ ব্যাংক কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় জনতা থানার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করে প্রদর্শন করে।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.