পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ সিলেট বিমান বন্দর থেকে ৫৭ মামলার এক আসামীকে গ্রেপ্তার করেছে। তার নাম মোহাম্মদ রুহুল আমিন(৫৫)। সে উপজেলার এয়াকুবদন্ডী পাইরোল এলাকার আবদুস সালামের ছেলে।
শনিবার রাতে পটিয়া থানার এসআই শফিক উল্লাহর নেতৃত্বে সিলেট বিমান বন্দর হতে এয়ারপোর্ট থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। পটিয়া ও কোতয়ালী থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫৭ টি মামলার তথ্য পাওয়া যায়। একাধিক মামলায় তার বিরুদ্ধে সাজা রয়েছে বলে পুলিশ জানায়।
পটিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
যুযুৎসু যশ চাকমা জানান, গ্রেফতারকৃত আসামী রুহুল আমিনের বিরুদ্ধে পটিয়া থানায় ২৭টি সিআর, ০১টি জিআর ও ০৪টি সিআর সাজা ওয়ারেন্ট সহ সর্বমোট ৩২ টি ওয়ারেন্ট মুলতুবী রহিয়াছে। এছাড়া সিএমপির কোতোয়ালি থানায় ১৯ টি সিআর ও ০৬ টি সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে। তাকে আইনানুযায়ী আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।