পটিয়ায় বিরোধীয় জমির আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এরশাদ আলম নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. নাসের (৫০) নামে আরেক যুবক।
রবিবার (১৬ মে) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে উপজেলার ফকিরা মসজিদ বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ ওই এলাকার মৃত আব্দুর সবুরের ছেলে।
পটিয়া থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, জায়গা নিয়ে দুপক্ষের বিরোধ ছিল। বিরোধীয় জায়গায় আম পাড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।