শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম

 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

বর্তমান সময়ে কিশোর–তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

 

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখে।

নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিশু ও কিশোরদের মধ্যে নেতৃত্বগুণ, সহনশীলতা, দলগত কাজের মানসিকতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। একই সঙ্গে এটি মোবাইল আসক্তি, অপরাধপ্রবণতা ও সামাজিক অবক্ষয় রোধে সহায়ক ভূমিকা পালন করে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাকে বাধ্যতামূলক করতে হবে।

 

পারভেজ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে

তাউস গ্রুপের চেয়ারম্যান,বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও তরুণ শিল্প উদ্যােক্তা আলহাজ্ব মোহাম্মদ বদিউল আলম এসব মন্তব্য করেছেন।

 

তিনি আরও বলেছেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ সংরক্ষণ ও ক্রীড়া সামগ্রী সরবরাহ নিশ্চিত করা জরুরি।

গ্রাম পর্যায় থেকে জেলা ও জাতীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা তুলে আনা সম্ভব।

রবিবার(১৮ জানুয়ারি) চট্টগ্রামের পটিয়ায় মল্লাপাড়া রয়েল ষ্টার স্পোর্টিং ক্লাবের আয়োজনে পারভেজ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় তিনি উদ্বোধক হিসেবে বক্তব্যে রাখেন। এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট ফোরকানুল ইসলাম। নুর মোহাম্মদ, নুরুল আমিন মধু,সিদ্দিক মেম্বার, আজিজুল হক,ইউচুফ তালুকদার, আশরাফ উদ্দীন নয়ন,জাহিদুল ইসলাম, শেখ জাহাঙ্গীর, মোহাম্মদ রফিক, মোঃ জুয়েল, মোরশেদুল আলম,এমরান হোসেন, মোঃ শহীদ,মোঃ হোসেন,মোঃ শাফি প্রমূখ ।

মন্তব্য করুন

Your email address will not be published.