সাতকানিয়া: মাঠ কাঁপাচ্ছে এনএসআই’র টীম, তাদের তথ্যে চলছে ভেজাল বিরোধী অভিযান
আশরাফিয়া গ্যাসের ডিলারকে ১ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের সাতকানিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় আশরাফিয়া গ্যাসের এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিক্রির রশিদ সংরক্ষণে ব্যর্থতা এবং লাইসেন্সে অনুমোদিত পরিমাণের চেয়ে অতিরিক্ত গ্যাস মজুদ রাখার অভিযোগে এ জরিমানা করা হয়।
এনএসআইয়ের (NSI) গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় সাতকানিয়া কলেজ রোড এলাকায় অবস্থিত আশরাফিয়া গ্যাসের গুদামে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে গ্যাস বিক্রির বৈধ রশিদ দেখাতে না পারায় এবং অনিয়ম প্রমাণিত হওয়ায় গুদামের মালিক আরমারকে জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি।