সাংবাদিক রোজিনার মুক্তি দাবি কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের দপ্তরে অন্যায়ভাবে ৫ ঘণ্টা আবদ্ধ রেখে নির্যাতন ও পরে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে)।

মঙ্গলবার (১৮ মে) সিবিইউজে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল স্বাক্ষরিত এক বিবৃতিতে সাংবাদিক রোজিনাকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিক রোজিনার মত একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এই ধরনের আচরণ মুক্ত সাংবাদিকতা ও সংবাদ-মাধ্যমের স্বাধীনতার জন্য বড় বাধা। যা দেশের গণতন্ত্রকে চরমভাবে ব্যাহত করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাঁর ওপর নির্যতনের ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি জানান সিবিইউজে নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.