সরকারি গুরুত্বপূর্ণ নথি চুরি ও ছবি তোলার অভিযোগ আনা হয়েছে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে। রোজিনা ইসলামকে আটকে রেখে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে দেশের গণমাধ্যমকর্মীরা।
এবার গান গেয়ে প্রতিবাদ জানালেন সংগীতশিল্পী কোনাল। জনপ্রিয় এই সংগীতশিল্পী খালি গলায় সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে গান গেয়ে তার ফেসবুকে প্রকাশ করেছেন। তার গাওয়া গানটি প্রকাশের পরেই শোবিজ অঙ্গনের অনেকেই শেয়ার করেছেন এটি। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমার মা বলেছে, রোজিনাদের কলম কোনোদিন থামবে না! জয় বাংলা!’
‘রোজিনা তুমি জানোনা কত আপনজন তোমার পাশে/ রোজিনা ভয় পেওনা সত্যের সুন্দর জয় আছে/ রোজিনা হাল ছেড়োনা তুমিই যে সত্য কন্যা/ লিখবে তুমি ন্যায়ের কথা তোমার কলম থামতে দেব না/ খাঁচায় তুমি কেন বন্দি হলে/ এর জবাব চাই, দিতে হবে/ দেশের দশের ভালো করতে গিয়ে এই কি পুরস্কার তবে?/ বঙ্গবন্ধুর সোনার দেশে দুর্নীতির কোনো স্থান হবে না/ শেখ হাসিনার গণতন্ত্রে জয় হবেই হবে/ তুমি ভেব না/ রোজিনাকে মুক্ত করতে হবে আর একটি কথাও শুনব না।’- এমন কথামালায় সাজানো হয়েছে ‘সত্য কন্যা রোজিনা’ শিরোনামের গানটি।
এ গানের কথা ও সুর করেছেন কোনাল।