সাতকানিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৌরসভার উপজেলা রোডের আল মদিনা স্টোর নামের একটি দোকান থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ।
আটককৃত ব্যক্তির নাম মো: সাইফুউদ্দিন। সে পৌরসভার ভোয়ালিয়া পাড়ার ৭ নং ওয়ার্ডের মৃত মো: ইসহাকের ছেলে।

সাতকানিয়া থানা সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তিনি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে এবং নিজেও একজন সেবনকারী।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তার থেকে ৩১০ পিস ইয়াবা ও নগদ ৯৩ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার পর চট্টগ্রামে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.