বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার আস্করিয়া সড়কে ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে মো. রুবেল (১৬) নামে কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুর ১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
বাঁশখালী থানা পুলিশের এসআই প্রদীপ চক্রবর্ত্তী কিশোরের লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল প্রতিবেদন তৈরি করে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় বাঁশখালী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী পৌরসদরের ৫নং ওয়ার্ডের বাহার উল্লাহ পাড়ার মোস্তাফিজুর রহমানের পুত্র মো. রুবেল দুটি চাকুরি করত। দিনে উপজেলা সদরের সোনালী ব্যাংকের নীচে ওয়ালটন শো-রুমে এবং রাতে উপজেলা ডাকঘরে মাস্টার রোলে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল। ওয়ালটন শো রুমের পক্ষ থেকে সে এবং অপর এক সহকর্মীসহ দুজনকে আস্করিয়া রোডের তমিজ উদ্দীনের মালিকানাধীন ভাড়া বাসা করে দেয়। সেখানে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে সিলিং ফ্যানে বাঁধা দড়ির সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয় প্রতিবেশী মুফিজুর রহমান বলেন, সে এবার বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। দিনে উপজেলা সদরের সোনালী ব্যাংকের নীচে ওয়ালটন শো রুমে এবং রাতে উপজেলা ডাকঘরে মাস্টার রোলে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল। তবে কি কারণে তার মৃত্যু ঘটেছে তা এখনো জানা যায়নি। রুবেলের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, যুবকের আত্নহত্যার ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেকে প্রেরন করা হয়েছে । তদন্ত রিপোর্ট এলে প্রকৃত তথ্য জানা যাবে বলে তিনি জানান।