আনোয়ারায় ছাত্রসেনার ৪১ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

আনোয়ারা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার আদর্শ, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪১ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ছাত্রসেনা। শুক্রবার (২১ জানুয়ারী) বিকালে ছাত্রসেনার পূর্ব পরিষদের সভাপতি এম.এ জিন্নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক মৌলানা এস.এম শাহজাহান।

দক্ষিণ জেলা ছাত্রসেনার সাবেক সহ- সভাপতি জাহেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ রুবেল, বিশেষ অতিথি ছিলেন মাষ্টার মোহাম্মদ আবুল হোসাইন। এতে বক্তব্য রাখেন, কাজী বদরুজ্জামান নঈমী, এইচ.এম আবদুর রহিম, শাহাজাদা আবদুল কাদের চাঁন মিয়া, মৌলানা নিজাম উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ নাজিম উদ্দিন, মুজিবুর রহমান, নুরুল ইসলাম, নুরে রহমান রানা, এনামুল হক, মিজানুর রহমান, মৌলানা মনির আহমদ আনোয়ারী, মোহাম্মদ মোরশেদ আলম মুন্সি, নুরুল করিম, মনিরুল ইসলাম, ফরহাদুল ইসলাম, কামাল উদ্দিন, ফরহাদুল হক মোহাম্মদ ইসমাঈলসহ সংগঠনের থানা, ইউনিয়ন, জেলার নেতৃবৃন্দগন।

বর্ষপূর্তি উপলক্ষে বিকাল তিনটায় উপজেলা বৈরাগ চায়না ইকোনোমিক জোন এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিকাল সাড়ে পাঁচটায় কালাবিবি দীঘি মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.