করোনা রোগীদের পাশে অরিজিৎ

গত ১৯ মে মা অদিতি সিংকে হারান বলিউডের এই সময়ের সবচেয়ে হিট গায়ক অরিজিৎ সিং। করোনায় আক্রান্ত হয়ে মারা যান এই শিল্পীর মা। দুদিন না যেতেই করোনা রোগীদের জন্য নিঃশব্দে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাতৃহারা অরিজিৎ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিজের বসতবাড়ির মুর্শিদাবাদ জেলা স্বাস্থ্য দপ্তরকে পাঁচটি হাই ফ্লোনেজাল অক্সিজেন থেরাপি মেশিন দিয়েছেন অরিজিৎ। যেগুলো পৌঁছে যাবে সরকারি হাসপাতালে। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের ধৃতী ফাউন্ডেশনের মাধ্যমেই মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক প্রশান্ত বিশ্বাসের হতে তুলে দিয়েছেন ওই পাঁচটি হাই ফ্লো নেজাল অক্সিজেন থেরাপি মেশিন।

মুর্শিদাবাদের মেডিকেল কলেজের অধীনে যে সকল সরকারি হাসপাতালগুলো রয়েছে, সেখানে করোনা রোগীদের জন্য ব্যবহৃত হবে এই মেশিনগুলো। গায়কের এমন সহায়তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক । পাশাপাশি নিজের জন্মভূমি মুর্শিদাবাদের মানুষজনের সহায়তায় এগিয়ে আসার জন্যে মুর্শিদাবাদবাসীরাও অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.