কুতুবদিয়া, মহেশখালী বান্দরবানে বজ্রপাতে তিনজনের মৃত্যু

কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) সন্ধ্যার পর এসব ঘটনা ঘটেছে। বিস্তারিত স্থানীয় প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

কক্সবাজার প্রতিনিধি জানান, রোববার সন্ধ্যায় কুতুবদিয়ার লেমশীখালী ও মহেশখালীর মাতারবাড়িতে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কুতুবদিয়া উপজেলা লেমশীখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড়ের বশির উল্লাহ সিকদার পাড়ার মৃত আবদু জলিলের ছেলে লবণচাষি মো. আবদুর রহমান (৬৫) ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কর্মরত বিবাড়িয়া এলাকার শ্রমিক মো. জিলানী।

স্থানীয় সূত্র জানায়, নিহত আবদুর রহমান বাড়ির পাশে লবণের মাঠ করারর সময় ঝড়ো হাওয়া শুরু হলে বজ্রপাতের আঘাতের শিকার হন। আত্নীয় স্বজনরা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, প্রকল্পে কাজ করে ফেরার পথে শ্রমিক জিলানী বজ্রপাতের আঘাতে আহত হয়। পরে প্রকল্প অভ্যন্তরের হাসপাতালে তার মৃত্যু হয়।

অপরদিকে, বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৭ টা ২৫ মিনিটে
ঝড়ো হাওয়া ও বজ্রপাতের সময় নিজ বাড়িতে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

নিহত চন্দ্র বানু (৪৩) আজিজ নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধু রাবার বাগান এলাকার বাসিন্দা। আজিজ নগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন কোম্পানি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.