টিকা ‘বৈষম্য’ নিয়ে তীব্র নিন্দা বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের

ইন্টারন্যাশনাল ডেস্ক : করোনাভাইরাসের দাপটে বিধ্বস্ত গোটা বিশ্ব। মারণ ভাইরাসের রাশ টানতে টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে টিকাকরণের মধ্যে টিকা বন্টনের ‘বৈষম্য’ নিয়ে তীব্র নিন্দা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেড্রোস আদানম ঘেব্রেইয়েসাস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান সোমবার দারিদ্র দেশগুলোতে মানুষের সুরক্ষার জন্য নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সেপ্টেম্বরের মাসের মধ্যে মধ্যে গোটা বিশ্বের মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া অত্যন্ত জরুরি ।বিশ্ববাসীকে টিকার বিষয়ে নিরুৎসাহী করা একদমই ঠিক হবে না। সমস্ত দেশেই টিকা দেওয়ার হার বাড়ানোর নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সেপ্টেম্বরে ১০ আর ডিসেম্বরে ৩০ শতাংশ মানুষকে টিকা প্রদান করা অত্যন্ত জরুরি বলেও জানিয়েছে সংস্থার প্রধান।পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে স্বচ্ছল দেশগুলোর কাছে আহ্বান জানান হয়েছে আর্থিকভাবে পড়া দেশগুলোর পাশে দাঁড়াতে।

এমন কোনও করোনা রূপের সন্ধান পাওয়ায় য়ায়নি যার বিরুদ্ধে কোভিড ভ্যাকসিনগুলো কার্যকার নয়।পাশাপাশি তিনি বলেছেন নতুন করোনা রূপের বিরুদ্ধেও চিকিৎসা ও ডায়গনস্টিক পদ্ধতিতও যথেষ্ট ভালোভাবে কাজ করছে। তবে আগামী দিনে যে এই সমস্যার সম্মুখীন হতে হবে না তার কোনও নিশ্চয়তা নেই। করোনা মহামারির বিরুদ্ধে যুদ্ধে বড় দেশগুলোকে তিনি তুলনায় ছোট ও আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.