চট্টগ্রামে ইয়াবাসহ ট্রাকচালক ও সহযোগী আটক
নিজস্ব প্রতিবেদক : র্যাব-৭ চট্টগ্রামে কর্ণফুলী থানার দক্ষিণ শিকলবাহা থেকে ৯০ লাখ টাকা মূল্যের ২৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ট্রাকচালক ও সহযোগীকে আটক করেছে । এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব মরিচ্যাপালংয়ের মীর আহম্মেদের ছেলে ট্রাকচালক সৈয়দ নূর (২৮) ও একই থানার পশ্চিম মরিচ্যার মো. আব্দুল মালেকের ছেলে ট্রাকের সহযোগী ইমরান সাদেক (২৫)।
বুধবার ভোরের দিকে হোটেল জামাল শাহের সামনে থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, চেকপোস্টে পরিচালনার সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা ট্রাকটিকে থামার সংকেত দেন। ট্রাকটি থামিয়ে চালকসহ দুইজন গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে আটক করেন। ট্রাকের চালকের আসনের নিচে বিশেষ কায়দার রাখা অবস্থায় ২৯ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার ও ট্রাকটি জব্দ করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীদের কাছে বিক্রি করে আসছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯০ লাখ টাকা। মাদকদ্রব্যসহ আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।