অসচেতন নাগরিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে : মেয়র

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নগরীর চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলী পর্যন্ত অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

আজ বুধবার এই অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে ভিডিও সংযোগ অ্যাপে এলাকাবাসীর উদ্দেশ্যে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন,  নালা-নর্দমা আর খালে ময়লা-আবর্জনা ফেলে যারা পানি চলাচলে বাধা সৃষ্টি করছে, তারা অবিবেচক। তাদের নগরীতে বাস করার কোনো অধিকার নেই। নগরবাসী যদি সচেতন না হয় তাহলে সুন্দর বসবাসযোগ্য নগরী আমরা পাব না। অসচেতন নাগরিকদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, নগরীতে রাস্তাঘাট ও নালা-নর্দমার উপর অবৈধ স্থাপনা বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অবৈধ স্থাপনা ও দোকানপাট অবশ্যই উচ্ছেদ করা হবে। অবৈধ স্থাপনাকারীদের আইনের আওতায় আনা হবে।

উচ্ছেদ অভিযান চলাকালে সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, প্রণব শর্মা ও হাসান রশিদ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.