‘বাটার’ গানে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়লো বিটিএস
বিশ্বখ্যাত দক্ষিণ কোরিয়ান ব্যান্ড বিটিএস। তাদের সদ্য মুক্তি পাওয়া গান ‘বাটার’। একাধিক গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে এটি।
বিটিএসের দ্বিতীয় ইংরেজি গান ‘বাটার’। ২১ মে মুক্তির পর শ্রোতাদের কাছে ভালো সাড়া ফেলেছে এটি।
মঙ্গলবার (২৫ মে) গিনেজ কর্তৃপক্ষ জানিয়েছে, প্রিমিয়ারের পর ইউটিউবে রেকর্ড ৩৯ লাখ দর্শক একযোগে গানটি দেখেছে। এর আগের রেকর্ডও বিটিএসের দখলে। তাদের ‘ডায়নামাইট’ গানটি একযোগে ৩০ লাখ দর্শক দেখেছিল।
এছাড়া ইউটিউবে ২৪ ঘণ্টায় গানটি রেকর্ড ১০ কোটি ৮২ লাখ বার দেখা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশিবার দেখা কোনো কোরিয়ান ব্যান্ডের মিউজিক ভিডিও এটি। ইউটিউব ছাড়াও স্পোর্টিফাইয়ে একদিনে ১১ কোটির বেশিবার স্ট্রিমিং হয়েছে ‘বাটার’, যা একটি রেকর্ড। এখানেই শেষ নয়, দল হিসেবেও বিটিএস একটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। ২৭ এপ্রিল ২০২১ পর্যন্ত স্পোর্টিফাইয়ে ১৬.৩ বিলিয়ন বার স্ট্রিমিং হয়েছে এই ব্যান্ডের গান। এটিও একটি রেকর্ড। সবমিলিয়ে এখন পর্যন্ত ২৩ টি বিশ্ব রেকর্ড বিটিএস ব্যান্ডের দখলে।
বিটিএস ব্যান্ডটি ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। তবে তাদের গানের শুরু হয় ২০১৩ সাল থেকে। ব্যান্ডের সদস্যরা হলেনÍ ভি, জে-হোপ, আরএম, জিন, জিমিন, জংকুক, সুগা।
‘ডায়নামাইট’ গানের জন্য ২০২১ সালের বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে চারটি ক্যাটাগরিতে মনোয়ন পায় বিটিএস। সবচেয়ে বিক্রিত গান, শীর্ষ দল, সবচেয়ে বিক্রিত শিল্পী, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় শিল্পী শাখায় মনোনয়ন পাওয়া এই ব্যান্ড প্রত্যেকটিতেই সেরার পুরস্কার জিতেছে। এরপর থেকে তুমুল আলোচনায় বিটিএস।