বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলার বৈলছড়ি ইউপির চেচুরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা মোঃ তাসনিমুল হাসান তানভীর সিকদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯ নং ওয়ার্ডের সমদ আলী সিকদারের নতুন বাড়ী এলাকার মাষ্টার আবু শামা মোহাম্মদ ইউচুফ সিকদার পুত্র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা যায়।
মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে অানোয়ারা -বাঁশখালী পিএবি সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া ভোলার ঘাটার দক্ষিণ পাশে মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা মো: তাসনিমুল হাসান তানভীর সিকদার নিজ বাসা উলদী উপজেলা সদরের আস্করিয়া এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে গুনাগরি যাচ্ছিলেন। প্রতিমধ্যে চেচুরিয়া ভোলারঘাটার দক্ষিনে পাশ্বে
অপর দিকে আসা সিএনজি অটোরিক্সর সাথে ধাক্কা লেগে গাছের সাথে বারি খান। পরে স্থানীয়রা উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তার মৃত্যু হয়।
মরহুমের জানযার নামাজ আজ বাদে আচর উপজেলা পরিষদ মাঠে ও বাদে এশা পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদারের নতুন বাড়ী পার্শবর্তী মাঠে অনুষ্টিত হবে।
এদিকে তানভীর সিকদার এর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিন জেলা, বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব শোক প্রকাশ করেছেন।