সাতকানিয়ায়  আমগাছে বাম্পার ফলনের আগাম ইঙ্গিত আমের মুকুলে 

 

ইকবাল হোসেন

উপজেলার বিভিন্ন ইউনিয়নের আম বাগান ও বসতবাড়ির আঙ্গিনার গাছ গুলোতে এমন দৃশ্য দেখা যায়। আমের মুকুলের ঘ্রাণ বইছে পুরো উপজেলায়। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ।

উপজেলার পুরানগড়, ধর্মপুর, মাদার্শা, এওচিয়া, কাঞ্চনা, ছদাহা, কালিয়াইশসহ চরতি ইউনিয়নে বিভিন্ন জাতের গাছের মুকুলের গন্ধ বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। যে গন্ধ মানুষের মনকে বিমোহিত করে।

আম জাত গুলোর মধ্যে রয়েছে, হিমসাগর, রূপালি, হাড়িভাঙ্গাসহ বিভিন্ন জাতের গাছ। বাণিজ্যিকভাবে চাষ করে ও ভালো ফলন পেলে অনেক টাকা আয় হবে বলে জানান উপজেলার আম চাষিরা।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন,
মুকুল আসার পূর্বে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করতে হবে। আমের মুকুল আসার পূর্বে গাছে পানি ছিটিয়ে পাতাগুলো ধুয়ে দিতে হয়। আমের মুকুল যখন গুটি দানার মতো হয় তখন ছত্রাক নাশক স্প্রে করতে হয়।

তিনি আরও বলেন, পুরো উপজেলায় ২৫ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। আমের ফলন বেশি বেশি পেতে হলে যথাযথ পরিচর্যা করতে হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.