চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোঃ খোকন গাজী (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
(৩০ মে) রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ইচলী ঢালীর ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান,আমি গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ডাকাতির প্রস্তুতিকালে আসামী খোকনকে গ্রেফতার করি। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় ছুরি ও রামদাসহ বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানান, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচুলী ঢালীর ঘাট এলাকার মৃত সাদেক ঢালীর ছেলে মোঃ খোকন গাজীর বিরুদ্ধে ২০১৯ সালের জুলাই মাসে সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল থানায় ২টি মামলা রয়েছে।
তিনি আরও জানান, ২০১১ সালের ১১ই ডিসেম্বর মৌলভীবাজার সদর থানায় ১টি এবং ২০১৮ সালের ১৮ই নভেম্বর চাঁদপুর হাজীগঞ্জ থানায় ১টিসহ তার বিরুদ্ধে আরও মোট ৪টি ডাকাতির মামলা রয়েছে। আসামি খোকনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতারের বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় ১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।