উখিয়ায় সন্ধার পর বের না হওয়ার আহবান ওসি’র

 

নিজস্ব প্রতিবেদক

সারা’দেশের মতন কক্সবাজারের উখিয়াতে ও সম্প্রতি নতুন করে কিশোর গ্যাংয়ের উপদ্রব নামে একটি অপরাধের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম’সহ বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। সমাজ থেকে মাদকসহ সকল প্রকার অপরাধ নির্মূলে দিনরাত কাজ করছে পুলিশ। তবে এসব অপরাধ দমণে পুলিশের পাশাপাশি সকল মানুষকে সহযোগিতার মানসিকতা তৈরি করতে হবে। প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর কোন ছেলে-মেয়ে যেন ঘরের বাইরে না থাকে। কারো ঘরের বাইরে যাতায়াত বৃদ্ধি হলে সেক্ষেত্রে তাদের গতিবিধি লক্ষ্য রাখতে হবে।

সোমবার (৩১-মে) বিকেল ৫টায় উখিয়ার রাজাপালং এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা চত্বরে ইউপি সদস্য সালাহ উদ্দিনের সভাপতিত্বে আইন শৃঙ্খলা রক্ষা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ একথা বলেন।

এ সময় সভাপতির বক্তব্যে ইউপি সদস্য সালাহ উদ্দিন বলেন, কোন মাদক কারবারির ভোট আমার দরকার নেই। আমার আত্নীয় স্বজন যদি কোন অপরাধে জড়িয়ে পড়ে জনপ্রতিনিধিত্ব করার কোন অর্থ নেই। গত ১০ বছর ধরে সুনামের সাথে মেম্বার হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সম্প্রতি লুডু’র নামে জুয়া, মদ, ইয়াবা কারবারে জড়িয়ে পড়ছে কিছু উঠতি বয়সী। সবাই সতর্ক হয়ে যান অন্যথায় আইনের হাতে তুলে দেয়া হবে। তিনি আরো বলেন আমার নির্বাচনী এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া কিশোর গ্যাং নামের যে অভিযোগ টি আপনারা শুনতেছেন আসলে ঘটনা’টি ঐ রকম না, এটা একটা মেয়ে সংক্রান্ত বিষয়।

জনসচেতনতামূলক এই সভায় বক্তব্য রাখেন, প্রভাষক মুহিব উল্লাহ, শিক্ষক দিদারুল আলম খোকন, শিক্ষক মোশারফ হোসেন, প্রভাষক রফিক উদ্দিন, উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি হেলাল উদ্দিন, এস.এম কামাল ও শিক্ষক বেলাল আহমদ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.