বাঁশখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাশঁখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইঁছুড়ি ও পার্শ্ববর্তী ইউনিয়নের গরীব অসহায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পু্ঁইছুড়ি মকছুদা খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ১১ টায় অনুষ্টিত পু্ঁইছুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সোলতানুল গনী চৌধুরী লেদুর সভাপতিত্বে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে পুইঁছুড়ি ও পাশ্বর্বতী ইউনিয়নের প্রায় সাড়ে ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান অাব্দুস সালাম, জেলা পরিষদের নির্বাহী প্রধান শাব্বির ইকবাল,উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব,জেলা পরিষদের সচিব রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী অপু কুমার বড়ুয়া,জেলা পরিষদ সদস্য শাহিদা আক্তার জাহান,পুইঁছুড়ি ইউনিয়নের ইউপি সদস্য জহিরুল ইসলাম,মহিলা ইউপি সদস্য মোছাম্মৎ তানজিম,রাশেদা বেগম, ইউপি সদস্য শের আলী,নাছির উদ্দীন প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতকালীন সময়ে এলাকার সাধারণ মানুষের পাশে দাড়ানো একজন সচেতন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধের প্রেক্ষিতে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ। এই শীত মৌসুমে ও করোনা দুর্যোগে সাধারণ মানুষকে সাহায্য সহযোগিতার জন্য এলাকার বিত্তবানদেরকে এসব শীতার্তদের পাশে দাড়ানোর আহবান জানান।

 

 

মন্তব্য করুন

Your email address will not be published.