টেরীবাজার ব্লাড ব্যাংকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

টেরীবাজার ব্লাড ব্যাংকের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীতে ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টেরীবাজার ব্লাড ব্যাংকের এডমিন মো. শাহেদ।

তিনি সকল সদস্যকে যথাযথভাবে মানবতার কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।

সংগঠনের এডমিন আতিকুল ইসলাম ও মডারেটর সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এডমিন আবু বক্কর হারুন, এস এম ইদ্রিস, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম মানিক, সহ-কার্যকরী সদস্য আবরার ফাহিম, জাহেদুল ইসলাম প্রমুখ।

মানব সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ অনুষ্ঠানে সংগঠনের কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সর্বস্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসে তা সাফল্যমণ্ডিত করার জন্য এডমিন প্যানেলের পক্ষ থেকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.