কক্সবাজার, চকরিয়া ও পৌর আ.লীগ সভাপতি-সম্পাদককে ঢাকায় তলব

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে ঢাকায় তলব করা হয়েছে। আজ রবিবার বিকাল তিনটায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এসব নেতাদের নিয়ে বৈঠক রয়েছে চট্টগ্রাম বিভাগীয় টিমের। চকরিয়া উপজেলা জাফর আলম ও পৌর আ.লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুকে অব্যাহতি দেয়ার জেরধরে ১১ জুন জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ উপজেলার সিনিয়র নেতাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন জাফর আলম এমপি। বিষয়টি ফেসবুকে ভাইরাল হওয়ার পর কেন্দ্রীয় আওয়ামী লীগ স্বতঃপ্রণোদিত হয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় উভয় পক্ষকে ঢাকায় তলব করেন।

এরআগে ১০ জুন জেলা আওয়ামী লীগের জরুরী সভায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি ও ৮ জুন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়। ওইদিন রাত ১০টার দিকে পৌরসভার গেট চিংড়ি চত্বর এলাকায় মেয়র আলমগীর চৌধুরী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর উপর হামলা চালানো হয়। এসময় আরো ১০ নেতাকর্মী আহত হয়।

পরদিন শুক্রবার বিকালে তার নিজস্ব কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ করেন জাফর আলম। এ ঘটনার জেরধরে তার সমর্থকরা চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলা চালায়। তিনঘন্টা ধরে সড়ক অবরোধ করে। এই সমাবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন জাফর আলম এমপি। গালাগালের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলা জুড়ে তোলপাড় শুরু হয়।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে যাদের ডাকা হয়েছে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি (সদ্য অব্যাহতিপ্রাপ্ত), সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু (সদ্য অব্যাহতিপ্রাপ্ত), সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। এসময় বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সদস্য সচিব আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বডুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের সমন্বয়কারীর সাথে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন, জেলা আ.লীগের সহ-সভাপতি রেজাউল করিম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.